বিআরআইসিএস প্রসঙ্গে ট্রাম্প: “ডলারকে আঘাত করলে দিতে হবে চড়া মূল্য, ভারতের জন্য ১০% শুল্ক নিশ্চিত”

বিআরআইসিএস প্রসঙ্গে ট্রাম্প কি বললেন?

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-08 10.55.07 PM

নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতসহ বিআরআইসিএস (BRICS) জোটভুক্ত দেশগুলোর ওপর কঠোর বাণিজ্য অবস্থান তুলে ধরে বলেন, “তারা যদি বিআরআইসিএসে থাকে, তাহলে অবশ্যই ১০% শুল্ক দিতে হবে। কারণ বিআরআইসিএস গঠিতই হয়েছে আমাদের ক্ষতি করার জন্য, আমাদের ডলারকে দুর্বল করার জন্য।” ট্রাম্প আরও বলেন, “ডলারই রাজা। আমরা এটাকে সেভাবেই রাখতে যাচ্ছি। কেউ যদি তা চ্যালেঞ্জ করতে চায়, করুক। কিন্তু তাদের এর চড়া মূল্য দিতে হবে। আমি মনে করি না, তাদের কেউ সেই মূল্য দিতে রাজি।”

ট্রাম্পের এই মন্তব্য ভারতের প্রতি স্পষ্ট বার্তা বলে বিশ্লেষকদের অভিমত, যেখানে বিআরআইসিএস-এর ভূমিকাকে মার্কিন অর্থনৈতিক আধিপত্যের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, বিআরআইসিএস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) সম্প্রতি বিকল্প মুদ্রা ও বাণিজ্য কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে, যা ডলারের প্রভাবকে হ্রাস করতে পারে বলে ওয়াশিংটনের আশঙ্কা। ট্রাম্প প্রশাসন জানিয়ে দিয়েছে, ডলারের আধিপত্য টিকিয়ে রাখতে যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেবে।