এপস্টিন কেলেঙ্কারিতে ট্রাম্পের নাম গোপন! এফবিআই-র গোপন নির্দেশ ফাঁস করল ব্লুমবার্গ

জেফ্রি এপস্টিন মামলায় এফবিআই ডোনাল্ড ট্রাম্পের নাম গোপন করেছিল।

author-image
Tamalika Chakraborty
New Update
donald trumpq

নিজস্ব সংবাদদাতা: মার্কিন মুলুকে নতুন চাঞ্চল্য! কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের মামলার নথি খতিয়ে দেখার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম গোপন রেখেছিল এফবিআই— এমন বিস্ফোরক দাবি করল ব্লুমবার্গ। সংস্থার রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে প্রায় এক হাজার এফবিআই এজেন্টকে নির্দেশ দেওয়া হয় ১ লক্ষেরও বেশি পৃষ্ঠার গোপন নথি খুঁটিয়ে দেখতে এবং ট্রাম্প-সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম পেলে তা ‘ফ্ল্যাগ’ করতে। পরবর্তীতে ট্রাম্পের নাম নথি থেকে ব্ল্যাকআউট করে দেওয়া হয়, যুক্তি—এটি ব্যক্তিগত গোপনীয়তায় ‘অযৌক্তিক হস্তক্ষেপ’।

Gv6lIfAXEAAdzPq

ব্লুমবার্গের সূত্রে জানা গিয়েছে, এই পদক্ষেপ ছিল মার্কিন বিচার দফতরের নেতৃত্বে এপস্টিন মামলার নথির বড়সড় পুনর্মূল্যায়নের অংশ। দীর্ঘ তদন্ত ও পর্যালোচনার পর উপসংহারে পৌঁছানো হয়—ট্রাম্পের বিরুদ্ধে কোনও অপরাধমূলক প্রমাণ মেলেনি। তবে, এত বড়সড় রিভিউয়ে একজন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের নাম গোপন রাখা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।