ইসরায়েলকে এড়িয়ে ট্রাম্পের শান্তির কূটনীতি! কী বার্তা দিতে চাইছে আমেরিকা

ইসরায়েলকে ছাড়াই ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে দুই দেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
donald trump

নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরের সময় দু’বার ইসরায়েলকে এড়িয়ে গেলেও, দুই দেশের মধ্যে সম্পর্কে কোনো ফাটল নেই বলে দাবি করেছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা অ্যাডাম বোয়েলার।

হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি ও সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার মধ্যেই এই সফর অনুষ্ঠিত হয়, যেখানে ইসরায়েল ছিল অনুপস্থিত। তবে বোয়েলার বলেছেন, এর মানে এই নয় যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উপেক্ষা করছে।

 এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদিও প্রেসিডেন্ট সরাসরি নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করছেন না, তবুও দুই দেশের মধ্যে ব্যাপক সমন্বয় চলছে। সিরিয়ার বৈঠকের ব্যাপারে ইসরায়েল জানতো। আমরা নিয়মিত তথ্য আদান-প্রদান করছি।”

israel pm .jpg

তিনি আরও বলেন, ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে আলোচনাও চলছে এবং এই প্রক্রিয়া খুবই "ফ্লুইড" অর্থাৎ প্রতিনিয়ত বদলে যাচ্ছে। পাশাপাশি, হামাসের কাছ থেকে মার্কিন নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্ত করার ঘটনাকে তিনি “গুরুত্বপূর্ণ অগ্রগতি” হিসেবে উল্লেখ করেন।

এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন গাজা উপত্যকায় ইসরায়েলি সেনারা আবারও আকাশ ও স্থল অভিযানে তীব্রতা এনেছে।