/anm-bengali/media/media_files/2025/05/26/Q86urNC9YeKYLHcNfTBi.jpg)
নিজস্ব সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় দিবস ‘মেমোরিয়াল ডে’-তে প্রথাগতভাবে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি অংশ নিলেন আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে আয়োজিত ঐতিহ্যবাহী wreath-laying ceremony-তে।
/anm-bengali/media/media_files/2025/05/01/bRi7JKnmvzW59GQBgHc8.jpg)
এই অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের হয়ে প্রাণ দেওয়া শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান রাজনৈতিক নেতা ও সাধারণ নাগরিকেরা। ট্রাম্প তাঁর উপস্থিতিতে সেই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বর্তমান রাজনৈতিক পরিবেশে ২০২৪ সালের নির্বাচনী প্রস্তুতির মাঝে ট্রাম্পের এই অনুষ্ঠানে অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। মেমোরিয়াল ডে উপলক্ষে আর্লিংটনের বিভিন্ন স্তম্ভ ও সমাধিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই দিনটিকে মার্কিন সামরিক ইতিহাসে শহিদদের স্মরণে একটি গম্ভীর ও সম্মানজনক দিন হিসেবে পালন করা হয়।
Pres. Trump is marking Memorial Day by taking part in the traditional wreath-laying ceremony at Arlington National Cemetery on Monday. https://t.co/acQCzGe06N
— ABC News (@ABC) May 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us