বদলের হাওয়া কংগ্রেস লাইব্রেরিতে, হেইডেনের বিদায়—আসছেন ট্রাম্পের মানুষ

হোয়াইট হাউসের সিদ্ধান্তে সরানো হল আমেরিকার কংগ্রেস লাইব্রেরির প্রথম কৃষ্ণাঙ্গ প্রধানকে। তাঁর জায়গায় এলেন ট্রাম্পের প্রাক্তন আইনজীবী টড ব্ল্যাঞ্চ।

author-image
Debapriya Sarkar
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : আমেরিকার কংগ্রেস লাইব্রেরির প্রধান পদে বদল আনল হোয়াইট হাউস। বরখাস্ত করা হল কার্লা হেইডেনকে, যিনি ছিলেন এই পদে প্রথম মহিলা ও প্রথম কৃষ্ণাঙ্গ। তাঁর জায়গায় অস্থায়ী দায়িত্ব পেলেন টড ব্ল্যাঞ্চ, যিনি এর আগে ট্রাম্পের আইনজীবী ছিলেন এবং পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হন।

white house

সঙ্গে আরও দু’জন বিচার দপ্তরের কর্তারও নিয়োগ হয়েছে লাইব্রেরির গুরুত্বপূর্ণ পদে। এই লাইব্রেরি বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থাগার, যেখানে প্রায় ১৭৮ মিলিয়ন সংগ্রহ রয়েছে।