New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আমেরিকার কংগ্রেস লাইব্রেরির প্রধান পদে বদল আনল হোয়াইট হাউস। বরখাস্ত করা হল কার্লা হেইডেনকে, যিনি ছিলেন এই পদে প্রথম মহিলা ও প্রথম কৃষ্ণাঙ্গ। তাঁর জায়গায় অস্থায়ী দায়িত্ব পেলেন টড ব্ল্যাঞ্চ, যিনি এর আগে ট্রাম্পের আইনজীবী ছিলেন এবং পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হন।
/anm-bengali/media/media_files/PmVyF0DFcvjno1f4Gr5m.jpg)
সঙ্গে আরও দু’জন বিচার দপ্তরের কর্তারও নিয়োগ হয়েছে লাইব্রেরির গুরুত্বপূর্ণ পদে। এই লাইব্রেরি বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থাগার, যেখানে প্রায় ১৭৮ মিলিয়ন সংগ্রহ রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us