/anm-bengali/media/media_files/2025/05/14/dZeK504ArQWIgmyXBXni.jpg)
নিজস্ব সংবাদদাতা: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন শান্তি প্রক্রিয়া থেকে সরে আসতে পারেন—এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। কাতারে এক মধ্যপ্রাচ্য সম্মেলনে সাংবাদিক ইয়ালদা হাকিমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, তাঁর বাবা কী সিদ্ধান্ত নেবেন তা আগে থেকে বলা যায় না, কারণ তিনি কখনও প্রচলিত নিয়মে চলেন না।
ট্রাম্প জুনিয়র জানান, প্রেসিডেন্ট ট্রাম্পকে আলাদা করে তোলে তাঁর অপ্রত্যাশিত আচরণ। দীর্ঘদিনের আমলাতন্ত্রের ধাঁচা তিনি মানেন না। তাই তাঁর সিদ্ধান্ত আগাম আঁচ করা কঠিন। তিনি আরও দাবি করেন, যুদ্ধের আগে ইউক্রেনের রাজনৈতিক ব্যবস্থাই ছিল রাশিয়ার থেকেও বেশি দুর্নীতিগ্রস্ত—এ কথা মার্কিন সরকারি মূল্যায়ন থেকেই উঠে এসেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/13/donald-trump-2025-10-13-00-50-51.png)
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে ট্রাম্প জুনিয়র বলেন, তিনি সারা আমেরিকার রিপাবলিকানদের সঙ্গে নিয়মিত কথা বলেন। বিভিন্ন সভা-সম্মেলনে প্রায় দুই লক্ষেরও বেশি মানুষকে তিনি সরাসরি প্রশ্ন করেছেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তাঁদের কাছে প্রধান তিনটি ইস্যুর মধ্যে আছে কি না। তাঁর দাবি, একবারও কেউ হাত তোলে নি।
ট্রাম্প জুনিয়রের এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে ওয়াশিংটনে। তাঁর কথায় স্পষ্ট—ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ অবস্থান এখন আরও অনিশ্চিত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us