'বড় অগ্রগতির' ইঙ্গিত দিলেন ট্রাম্প ! জেনেভা আলোচনা ইউক্রেন শান্তিতে নতুন গতি আনছে

কি বললেন ডোনাল্ড ট্রাম্প।

author-image
Debjit Biswas
New Update
donald Trump

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেন যুদ্ধ নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়া আলোচনায় 'বড় অগ্রগতি'র ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উচ্চপর্যায়ের আলোচনা সংঘাতের সমাপ্তি ঘটাতে নতুন গতি এনেছে বলে তিনি মনে করেন।

donald trump

ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্রদের মধ্যে চলা এই আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য কূটনৈতিক মহলে আশাবাদ জাগিয়েছে। তিনি এক বিবৃতিতে আর সামাজিক মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন,"জেনেভা আলোচনা শান্তি প্রচেষ্টায় গতি সঞ্চার করছে। আলোচনার টেবিলে 'বড় অগ্রগতির' লক্ষণ দেখা যাচ্ছে।"