/anm-bengali/media/media_files/2025/05/14/Cpqf2zucfsmk3M4JGbfZ.jpg)
নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রাচ্যে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলের সংসদ কেসেট-এ বক্তব্য রাখার সময় হঠাৎই এক বামপন্থী সংসদ সদস্য তাঁকে বিদ্রুপ করেন। বক্তব্যের মাঝখানে সদস্যটি ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা শুরু করলে সংসদে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
মুহূর্তের মধ্যেই নিরাপত্তা ও সংসদের অন্যান্য সদস্য ওই বামপন্থী সদস্যকে সংসদ থেকে সরিয়ে দেন। এরপর ট্রাম্প হালকা হাসি দিয়ে বলেন, “ভেরি ইফিসিয়েন্ট,” যা শুনে অন্যান্য সংসদ সদস্যরা হেসে ওঠেন। এই ঘটনাটি মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শান্ত এবং কৌশলপূর্ণ মন্তব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার একটি নজির। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই ঘটনার ভিডিও প্রকাশিত হওয়ার পর তা ব্যাপকভাবে শেয়ার হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/12/israel-pm-aaa-2025-09-12-13-42-48.jpg)
এই ঘটনার মাধ্যমে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেকেই মনে করছেন, তিনি কেসেটে যেভাবে দ্রুত পরিস্থিতি সামলেছেন, তা কূটনৈতিকভাবে প্রশংসনীয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us