New Update
/anm-bengali/media/media_files/2025/05/24/7Y8b36qTUpx2xAjXOd1X.jpg)
নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় পণ্যের ওপর ৫০% শুল্ক বসানোর হুমকি দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া দিল ইইউ। ইইউর বাণিজ্য কমিশনার মারোশ শেফচোভিচ বলেন, “চুক্তি হোক সম্মানের ভিত্তিতে, হুমকি নয়।”
/anm-bengali/media/media_files/2025/04/29/1000195784-103906.jpg)
ট্রাম্পের অভিযোগ, ইউরোপের নানা বাধায় আমেরিকার পণ্য ঠিকভাবে প্রবেশ করতে পারছে না। এর আগে এপ্রিলেও তিনি ২০% শুল্ক বসিয়েছিলেন, পরে তা স্থগিত করা হয়। ইইউ জানিয়েছে, তারা সদিচ্ছা নিয়ে আলোচনায় প্রস্তুত, তবে প্রয়োজনে নিজেদের স্বার্থ রক্ষা করবেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us