ইউরোপের পণ্যে ৫০% শুল্কের হুমকি ট্রাম্পের, পাল্টা বার্তা দিল ইইউ—চুক্তি হোক সম্মানের ভিত্তিতে

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপীয় পণ্যে ৫০% শুল্কের হুমকি দিয়েছেন। পাল্টা জবাবে ইইউ জানাল, চুক্তি হোক সম্মান আর সদিচ্ছার ভিত্তিতে, হুমকিতে নয়।

author-image
Debapriya Sarkar
New Update
Rdg

নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় পণ্যের ওপর ৫০% শুল্ক বসানোর হুমকি দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া দিল ইইউ। ইইউর বাণিজ্য কমিশনার মারোশ শেফচোভিচ বলেন, “চুক্তি হোক সম্মানের ভিত্তিতে, হুমকি নয়।”

Trump

ট্রাম্পের অভিযোগ, ইউরোপের নানা বাধায় আমেরিকার পণ্য ঠিকভাবে প্রবেশ করতে পারছে না। এর আগে এপ্রিলেও তিনি ২০% শুল্ক বসিয়েছিলেন, পরে তা স্থগিত করা হয়। ইইউ জানিয়েছে, তারা সদিচ্ছা নিয়ে আলোচনায় প্রস্তুত, তবে প্রয়োজনে নিজেদের স্বার্থ রক্ষা করবেই।