এপস্টাইন তদন্তে বিশ্বাসযোগ্য সব তথ্য প্রকাশের আহ্বান ট্রাম্পের

এপস্টাইন কেলেঙ্কারিতে জনগণের সামনে সব বিশ্বাসযোগ্য তথ্য প্রকাশ করুক মার্কিন বিচার বিভাগ: ট্রাম্পের জোরালো দাবি সমর্থকদের ক্ষোভ প্রশমনে।

author-image
Aniket
New Update
ap25175404743465

File Picture

নিজস্ব সংবাদদাতা: মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন, যৌন অপরাধী জেফরি এপস্টাইনের বিরুদ্ধে চলমান তদন্তের সকল "বিশ্বাসযোগ্য" তথ্য প্রকাশ করতে। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন তার সমর্থকদের একটি অংশ অভিযোগ করছে যে, এপস্টাইন মামলার তথ্য আড়াল করে রাখা হয়েছে এবং তা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, “জনগণ সত্য জানতে চায়। যদি কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে, তা প্রকাশ করা উচিত।” এপস্টাইনের মৃত্যুকে ঘিরে বহু বিতর্ক ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে। ট্রাম্পের এই মন্তব্য সেই বিতর্ক আরও উসকে দিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।