/anm-bengali/media/media_files/2025/07/03/screenshot-2025-07-pm-2025-07-03-23-37-33.png)
নিজস্ব সংবাদদাতা: এই সপ্তাহে গাজার পরিস্থিতি ঘিরে শান্তির আশায় নতুন আলো জ্বালালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণের আহ্বান জানান। ট্রাম্প জানান, ইসরায়েল এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে।
এই প্রস্তাবের পটভূমিতে আন্তর্জাতিক মহলে আশার সুর শোনা যাচ্ছে। দীর্ঘদিনের সংঘর্ষ ও মানবিক সংকটের মাঝে এই যুদ্ধবিরতির সম্ভাবনা বহু মানুষের প্রাণ বাঁচাতে পারে বলে মনে করা হচ্ছে।
যদিও হামাসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে সাময়িক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।
চলমান যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু, বাস্তুচ্যুতি এবং বিধ্বস্ত পরিকাঠামোর মধ্যে এই প্রস্তাব শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলেই মত আন্তর্জাতিক বিশ্লেষকদের।
US President Donald Trump this week urged the Palestinian militant group Hamas to seize the opportunity for a 60-day truce in Gaza, saying Israel had agreed to the proposal.
— AFP News Agency (@AFP) July 3, 2025
With hopes high, here's what we know about the latest push for a truce:https://t.co/EM3dxH5Wkupic.twitter.com/0WY7VUX8zM