পুতিনকে ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র বিষয়ে প্রশ্ন করেছিলেন ট্রাম্প, পছন্দ করেননি রুশ নেতা

কি বললেন ট্রাম্প?

author-image
Aniket
New Update
Screenshot 2025-10-17 7.00.54 AM



নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জিজ্ঞাসা করেছিলেন, তাঁর প্রতিদ্বন্দ্বীদের কাছে কয়েক হাজার “টমাহক” ক্ষেপণাস্ত্র হস্তান্তর করা হলে তাঁর আপত্তি আছে কি না। ট্রাম্পের ভাষায়, “আমি পুতিনকে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম — যদি আমি তোমার প্রতিপক্ষদের কিছু হাজার টমাহক দিই, তাহলে কি তাতে তোমার কোনো সমস্যা আছে?”

Screenshot 2025-10-17 6.56.04 AM

ট্রাম্প দাবি করেন, পুতিন এই প্রস্তাব শুনে স্পষ্টভাবে সন্তুষ্ট হননি। “তিনি সেটা একদমই পছন্দ করেননি,” মন্তব্য করেন ট্রাম্প, যা উপস্থিতদের মধ্যে হাসির সৃষ্টি করে।