/anm-bengali/media/media_files/2024/12/05/OZ5n47PQGBAWcj0gCSN9.jpg)
নিজস্ব সংবাদদাতা : আগামী ১ অগাস্ট থেকে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, আজ এমনটাই ঘোষণা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ এই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি লেখেন,''মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, বছরের পর বছর আমরা তাদের সঙ্গে খুবই কম ব্যবসা করেছি কারণ তাদের শুল্ক অনেক বেশি। বিশ্বের মধ্যে অন্যতম উচ্চ শুল্ক। এছাড়াও, ভারতে রয়েছে সবচেয়ে কঠোর ও জটিল অ-মৌলিক (non-monetary) বাণিজ্য প্রতিবন্ধকতা।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
এছাড়া তিনি আরও অভিযোগ করেন যে,''ভারত তাদের অধিকাংশ সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে কেনে এবং চীনের সঙ্গেও তাল মিলিয়ে,রাশিয়ার অন্যতম বড় জ্বালানি ক্রেতাও হল ভারত। এই সময়ে সারা বিশ্ব চায় রাশিয়া যেন ইউক্রেনে তাদের হত্যাযজ্ঞ বন্ধ করে দেয়। এই সমস্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে, ভারতকে ২৫% শুল্কের পাশাপাশি একটি অতিরিক্ত জরিমানাও দিতে হবে। এই নিয়ম ১ অগাস্ট থেকে কার্যকর হবে। ধন্যবাদ।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us