ভূমিকম্পে মায়ানমারে শুধু হাহাকার! তারমধ্যেই দেশটির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করল মার্কিন প্রশাসন

মায়ানমারের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে চলেছে ট্রাম্প প্রশাসন।

author-image
Tamalika Chakraborty
New Update
Donald Trump


নিজস্ব সংবাদদাতা: যুদ্ধ বিধ্বস্ত মায়ানমারে সম্প্রতি ভয়াবহ ভূমিকম্প হয়। সেখানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন কোনও ধরনের সাহায্য মায়ানমারকে করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। মার্কিন প্রশাসনের তরফে অভিযোগ করা হয়েছে, মায়ানমারের সঙ্গে আমেরিকা সব থেকে ধরনের সম্পর্ক পরিত্যাগ করতে চায়। এখনও পর্যন্ত ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারে আমেরিকা থেকে কোনও ত্রাণ পৌঁছায়নি। সেই  ত্রাণ মায়ানমারে পৌঁছানোর কোনও সম্ভাবনা নেই।  জানা গিয়েছে, ভূমিকম্পের পরেই ট্রাম্প প্রশাসন তিন জন কর্মী সহ খুব সামান্য ত্রাণ মায়ানমারে পাঠিয়েছিল। কিন্তু তার কয়েকদিনের মধ্যেই ওই তিন কর্মীকে বরখাস্ত করা হয়। 

x