BREAKING: ভয়ানক মারণখেলা! ভূমিকম্পে এবার মৃত ৭০

একটা ভূমিকম্প প্রাণ কেড়ে নিল পরপর ৭০ টি। গতকাল রাতে নেপালে হওয়া ভূমিকম্পের ফলাফল দেখে কেঁপে উঠছে গোটা দেশ।

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: রুকুম পশ্চিমে অন্তত ৩৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। ভোর ৫টা অবধি ভূমিকম্পের এই আপডেট এসেছে সামনে। এই তথ্য দিলেন রুকুম পশ্চিমের মুখ্য জেলা আধিকারিক হরি প্রসাদ পন্ত। জাজরকোট এলাকায় ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। বেশ অনেকে আহত হয়েছে এবং যারা গুরুতর আহত হয়েছে তাদেরকে সুরখেত পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এই তখ্য দিলেন জাজরকোট এলাকার মুখ্য জেলা আধিকারিক। এর ফলে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৭০।