নিজস্ব সংবাদদাতা : টরন্টোর স্কারবোরোতে শুক্রবার রাতে একটি পাব-এ গুলি চালানোর ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, রাত ১০:৩০ নাগাদ স্কারবোরো টাউন সেন্টারের কাছে পাইপার আর্মস নামক পাব-এ এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের মধ্যে কারোর অবস্থা গুরুতর, আবার কেউ সামান্য আহত হয়েছেন। গুলি চালানোর পর সন্দেহভাজন ব্যক্তি একটি রূপালী গাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিশ এখন ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং আশপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে।
/anm-bengali/media/post_attachments/9047ce21-16e.png)
টরন্টোর স্থানীয় পুলিশ সূত্রে খবর, পাবটি তার উদ্বোধনী রাত উদযাপন করছিল, ঠিক তখনই এই ঘটনা ঘটে। টরন্টোর মেয়র অলিভিয়া চাও এক পোস্টে বলেছেন, "আমি খুবই চিন্তিত। আমি পুলিশ প্রধানের সঙ্গে কথা বলেছি এবং তিনি জানিয়েছেন যে, সব ব্যবস্থা নেওয়া হয়েছে।" ঘটনাটি বর্তমানে তদন্তাধীন।