BREAKING: ভয়াবহ টর্নেডোর প্রকোপ আমেরিকায় ! মৃত ২৭

দেখুন লেটেস্ট আপডেট।

author-image
Debjit Biswas
New Update
tornedo sundarbans

নিজস্ব সংবাদদাতা : গতকাল এক ভয়ঙ্কর টর্নেডোর ফলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় আমেরিকার মধ্য-পশ্চিম ও দক্ষিণ দিকের অংশগুলি। এই টর্নেডোর প্রভাবে প্রাণ হারান প্রায় ২৭ জন। এরমধ্যে শুধুমাত্র কেনটাকিতেই প্রাণ হারিয়েছেন ১৮ জন। এই টর্নেডোর প্রভাবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আমেরিকার কেনটাকি। এই টর্নেডোর প্রভাবে কেনটাকির অধিকাংশ বড় রাস্তাগুলিই আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। 

tornedo