রাশিয়ার বিবৃতি নিয়ে সন্দেহ: টোরেৎস্কে প্রতিরোধ অব্যাহত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টোরেৎস্ক দখল নিয়ে দেওয়া বিবৃতি বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়, জানাচ্ছে ডিপস্টেট।

author-image
Debapriya Sarkar
New Update
Russia

নিজস্ব সংবাদদাতা : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টোরেৎস্ক দখল নিয়ে যে দাবি করেছে, তা সঠিক নয় বলে বলেছে ডিপস্টেট। তারা জানিয়েছে, রাশিয়ার বাহিনী শহরের প্রতিরোধ করছে। শহরের কিছু অংশে লড়াই চলছে, তবে শহরের কেন্দ্রস্থল এখন শত্রুর নিয়ন্ত্রণে। খোর্তিতসিয়া অঞ্চলের মুখপাত্রও জানিয়েছেন, শহরের ভবনগুলোতে লড়াই চলছে।