পৃথিবীতে ফিরছেন শুভাংশু শুক্লা, আর তার আগেই দেশের উদ্দেশ্যে বললেন ‘সারে জাঁহান সে আচ্ছা’

'আজও মহাকাশ থেকে ভারত সবার থেকে সেরা লাগে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shubhanshu-shukla_648511f4efc9001473226495b1ee3067

File Picture

নিজস্ব সংবাদদাতা: ১৯৮৪ সালে মহাকাশ থেকে রাকেশ শর্মার সেই ঐতিহাসিক উক্তি “সারে জাঁহান সে আচ্ছা” আজ ফের শুনতে পাওয়া গেল আরও এক ভারতীয় মহাকাশচারীর মুখে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ঘরে ফেরার আগে আবেগঘন বার্তা পাঠালেন গগনযাত্রী শুভাংশু শুক্লা। তাঁর এই বক্তব্যে ভেসে উঠল আজকের আত্মবিশ্বাসী, সাহসী ভারতের ছবি।

অ্যাক্সিওম-৪ মিশনের অন্তর্গত শুভাংশু শুক্লা ও আরও তিন মহাকাশচারী আজ অর্থাৎ ১৪ জুলাই বিকেল সাড়ে ৪টে নাগাদ আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে রওনা দেবেন পৃথিবীর উদ্দেশ্যে। আগামীকাল সকাল ৭টা ৫ মিনিটে ক্যালিফোর্নিয়ার উপকূলে তাঁদের স্প্ল্যাশডাউন হওয়ার কথা। মূলত ১০ জুলাই তাঁদের ফেরার কথা থাকলেও কিছু কারিগরি কারণে তা পিছিয়ে যায়।

ফেরার আগে স্টেশনে আয়োজন করা হয়েছিল একটি আন্তর্জাতিক ভোজের, যেখানে ৬ দেশের ১১ জন মহাকাশচারী নিজেদের দেশের ঐতিহ্য তুলে ধরেন। এই আবহেই শুভাংশু বলেন, “মহাকাশ থেকে আজকের ভারত আরও সাহসী, আত্মবিশ্বাসী ও স্বপ্নে ভরা। আজও মহাকাশ থেকে ভারত সবার থেকে সেরা লাগে"।

shubhanshu

তিনি জানান, এই অভিজ্ঞতা তাঁর জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। শুভাংশু বলেন, “আমার কাছে সবকিছুই যেন এক ম্যাজিক। আমি কৃতজ্ঞ নিজের দেশ, নাগরিক, ইসরো, নাসা, অ্যাক্সিওম এবং সমস্ত গবেষক ও পড়ুয়াদের প্রতি—যাঁরা এই যাত্রাকে সফল করেছেন"।

দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পা রাখা শুভাংশু শুক্লার এই বক্তব্যে গর্বিত গোটা দেশ। রাকেশ শর্মার সেই ঐতিহাসিক শব্দগুলিই আজ আবার ফিরে এল মহাকাশ থেকে, আরও এক ভারতীয়ের কণ্ঠে!