পুতিনকে ফোন ডোনাল্ড ট্রাম্পের! শান্তির খোঁজ না কি গোপন চুক্তির ইঙ্গিত?

মার্কিন প্রশাসন জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ থামাতে সোমবার পুতিনকে ফোন করবেন ডোনাল্ড ট্রাম্প।

author-image
Tamalika Chakraborty
New Update
putin trump

নিজস্ব সংবাদদাতা: সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি ফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইউক্রেনের যুদ্ধ থামাতেই ট্রাম্প পুতিনকে ফোন করবেন।

ট্রাম্প শনিবার তাঁর সামাজিক মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ লেখেন, “এই ফোনে কথা বলার বিষয় হবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রতি সপ্তাহে গড়ে ৫ হাজার সৈন্যের মৃত্যু রোধ করা এবং রুশ-মার্কিন বাণিজ্য সম্পর্ক।” এই ঘোষণার কয়েকদিন আগেই তুরস্কে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা তিন বছর পর প্রথমবারের জন্য মুখোমুখি আলোচনায় বসেছিলেন। যদিও বৈঠক ইতিবাচক হয়নি।

Trump

ট্রাম্প এর আগেও বলেছেন, পুতিনের সঙ্গে তাঁর সরাসরি কথা না হওয়া পর্যন্ত শান্তি আলোচনা ফলপ্রসূ হবে না। তিনি সাফ বলেন, “আপনি পছন্দ করুন বা না করুন, কিছুই এগোবে না, যতক্ষণ না আমি আর পুতিন মুখোমুখি হই।” ট্রাম্প আরও জানান, তিনি পুতিনের সঙ্গে কথা বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটোর বিভিন্ন সদস্য দেশের নেতাদের সঙ্গেও কথা বলবেন।

এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকে বলছেন, ট্রাম্প কি আসলে শান্তি চান, না কি তিনি আন্তর্জাতিক মহলকে নিজের কাছে টানতে চাইছেন?