/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন নিয়ন্ত্রিত খেরসন শহরে বন্যাকবলিত এলাকা থেকে উদ্বাস্তুদের বহনকারী একটি নৌকায় রুশ বাহিনীর হামলায় ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
নোভা কাখোভকা বাঁধ ধ্বংসের পর এলাকাটি ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে, যা কিয়েভ এবং মস্কো একে অপরের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ করেছে।
খেরসন অঞ্চলের গভর্নর ওলেকসান্ডার প্রোকুদিন বলেন, 'তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং দুই আইনপ্রয়োগকারী কর্মকর্তাসহ আরও ১০ জন আহত হয়েছে। ৭৪ বছর বয়সী এক ব্যক্তি আগুন থেকে এক নারীকে রক্ষা করতে তার শরীর ব্যবহার করেন এবং পিঠে আঘাত পেয়ে মারা যান।'
রুশ বাহিনী কীভাবে নৌকায় হামলা চালিয়েছে তা প্রোকুদিনের বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক জানান, নৌকাটি অধিকৃত অঞ্চলের বন্যাকবলিত এলাকা থেকে উদ্বাস্তুদের নিয়ে খেরসন শহরে যাচ্ছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us