New Update
/anm-bengali/media/media_files/2025/07/04/screenshot-2025-07-04-am-2025-07-04-01-51-36.png)
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ গ্রিসের ক্রেট দ্বীপে প্রবল ঝোড়ো হাওয়ায় ছড়িয়ে পড়া দাবানলের কারণে হাজার হাজার বাসিন্দা ও পর্যটককে বৃহস্পতিবার সরিয়ে নিতে বাধ্য হয়েছে প্রশাসন।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি আবাসিক এলাকা ও হোটেল খালি করে দেওয়া হয়েছে। দমকল বাহিনী, হেলিকপ্টার ও জরুরি পরিষেবা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও পর্যন্ত বড় ধরনের হতাহতের খবর না মিললেও, পরিস্থিতি রয়ে গেছে গুরুতর ও উদ্বেগজনক।
A wildfire fanned by gale-force winds on the southern Greek island of Crete has forced the evacuation of thousands of residents and tourists, officials said on Thursday. https://t.co/2TTK1kEkK4pic.twitter.com/LASJ9ccZXK
— AFP News Agency (@AFP) July 3, 2025