/anm-bengali/media/media_files/tHfnkbnkxuDEAa5sO0yg.webp)
নিজস্ব সংবাদদাতা: শেখ হাসিনা দেশ ত্যাগের পরেই ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে বাংলাদেশজুড়ে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরে যে অশান্তি চলে সেই দেশে, তার মধ্যেই এমন বহু নকল পোস্ট ভারতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে বাংলাদেশে হিন্দুদের ওপরে ব্যাপক অত্যাচার চলছে।
/anm-bengali/media/media_files/9C2UBrnBfN8GkOFVIOXg.jpg)
পোস্টের অনেকগুলো যাচাই করে দেখা গেছে যে বাংলাদেশে শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা যেমন সত্যি, তেমনি অনেক হামলার খবর ছড়ানো হয়েছে যেগুলো আসলে মিথ্যে।
/anm-bengali/media/media_files/GC1nRoJwMEikp88e5zkS.webp)
বাংলাদেশের হিন্দুদের ওপরে 'ব্যাপক অত্যাচার' হচ্ছে বলে যেসব ভুয়ো পোস্ট সামাজিক মাধ্যমে ঘুরেছিল, তার বেশিরভাগই নানা ভারতীয় অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল বলে ফ্যাক্ট-চেকাররা নিশ্চিত করে দিয়েছেন। তথ্য যাচাই করতে গিয়ে দেখা গেছে বেশ কিছু মুসলমানদের বাড়িঘরও ভেঙে ফেলা হয়েছে ও জ্বালিয়ে দেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/XG7f9yJLAKXmzJv7yoQ2.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us