পকেটে আছে ৫০ হাজার, তাহলে অনায়াসেই ঘুরে আসতে পারেন এই ৫ দেশ

১. বালি

সুন্দর সমুদ্র সৈকতে ঘেরা বালি, ছুটি কাটানোর জন্য বহু মানুষের প্রিয় ভ্রমণ স্থান। মাত্র ৫০ হাজার টাকায় ঘুরে আসতে পাইরেন বালি।

২. থাইল্যান্ড

কম বাজেটে বিদেশ ভ্রমণের কথা উঠলে অনেকের মনেই আসে থাইল্যান্ডের নাম। একাধিক সুন্দর সমুদ্র সৈকত এবং প্রাচীন মন্দিরের জন্য আজও বিখ্যাত হয়ে আছে থাইল্যান্ড।

৩. ভিয়েতনাম

সুন্দর প্রাকৃতিক পরিবেশের জন্য ভিয়েতনামের সুনাম আছে। প্রতি বছর বহু পর্যটক এখানে ঘুরতে আসেন। এখানে আপনি কম বাজেটের মধ্যে ভাল খাবার এবং ভাল থাকার জায়গা পাবেন।

৪. শ্রীলঙ্কা

কম খরচে ভাল ভ্রমণ কেন্দ্র হল শ্রীলঙ্কা। ভারত থেকে কলম্বো যাওয়ার বিমান ভাড়াও কম। ৫০ হাজার টাকার মধ্যে ভাল ভ্রমণ ডেস্টিনেশন শ্রীলঙ্কা হতেও পারে।

৫. কম্বোডিয়া

একটি ঐতিহাসিক ভ্রমণ স্থান হল কম্বোডিয়া। এখানে দেখার জায়গা আছে প্রচুর। ৫০ হাজার টাকা বাজেট নিয়ে ঘুরতে যেতে চাইলে কম্বোডিয়া হতে পারে আপনার ভ্রমণ ডেস্টিনেশন।