Donald Trump: পুরোপুরি নিস্তার! রেহাই পেয়ে গেলেন ট্রাম্প! জেল, জরিমানা কিছুই হচ্ছে না

ট্রাম্প বলেছিলেন তিনি নির্দোষ। আদালতে শুনানিতে সম্পূর্ণ ছাড় পেলেন তিনি। জেল, জরিমানা কিছুই হচ্ছে না তাঁর।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
Donald Trump

প্রত্যাশিত এই সাজার অর্থ কি? এবার ট্রাম্প অপরাধী হিসেবেই থাকবেন, তবে এই গোপন অর্থের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার জন্য তাকে কোনো রখম জেল, অথবা জরিমানা কিংবা প্রবেশনের মুখোমুখিও হতে হবে না। এই বিষয়ে

সিএনএন জানিয়েছে যে, বিচারক শুনানি শেষ করার সময় ট্রাম্প কিন্তু কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখাননি। 

তবে সাজা ঘোষণার শুনানিতে ট্রাম্প বলেন, আজ সকালে সাজা ঘোষণার শুনানিতে তিনি সম্পূর্ন নির্দোষ। তিনি বলেন, 'আসল কথা হল আমি সম্পূর্ণ নির্দোষ। আমি কোনও অন্যায় করিনি। তিনি আরো বলেন, ‘এটি একটি রাজনৈতিক উইচ হান্ট ছিল, যা আমার খ্যাতি ক্ষতিগ্রস্থ করার জন্য এটি করা হয়েছিল।' 

এছাড়া সিএনএন জানিয়েছে, এর ঠিক আগে ১০ জানুয়ারির দিন গোপন অর্থ মামলায় সাজা স্থগিত রাখার জন্য ট্রাম্প সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ ও জানিয়েছিলেন। ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দেখিয়েছেন, তাঁর সাজা বিলম্বিত করা ‘প্রেসিডেন্ট

এর প্রতিষ্ঠান ও ফেডারেল সরকারের কার্যক্রমের গুরুতর অবিচার। শুধু তাই নয়, ক্ষতি রোধ করতে’ অত্যন্ত প্রয়োজনীয়।