New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার হোয়াইট হাউস বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে স্পষ্ট জানান, রাশিয়ার শর্ত মানতে হবে, না হলে ইউক্রেনকে ‘ধ্বংস’ করে দেবে পুতিন। দুই রাষ্ট্রনেতার মধ্যে উত্তপ্ত বাক্য-বিনিময়ে ‘চিৎকার’ ও ‘গালাগালি’ করতে থাকেন ট্রাম্প। ইউক্রেনের সৈন্যদের চলমান প্রতিঅক্রমণ দেখাতে battlefield map তুললে ট্রাম্প তা একদম এড়িয়ে দেন এবং বলেন, পুরো ডনবাস অঞ্চল রাশিয়াকে ছেড়ে দেওয়া উচিত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/16/ukraine-president-and-donald-trump-2025-09-16-19-58-40.jpg)
তবে পরে ট্রাম্প বলেছেন, তিনি বর্তমান যুদ্ধের ফ্রন্টলাইনের ওপর ‘ফ্রিজ’ করার পক্ষে। ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির পর এবার ইউক্রেনে যুদ্ধ থামাতে নতুন কৌশল নিতে উঠে পড়ে লাগেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেন যুক্তরাষ্ট্রের চাপের মুখে অন্য ধরনের শান্তি চুক্তির সামনে পড়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us