যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন ইউক্রেনের প্রেসিডেন্ট! পুতিনের শর্তেই কি রাজি হতে হবে

যুদ্ধ বিরতি নিয়ে ট্রাম্পের সঙ্গে বিতর্কে জড়ালেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার হোয়াইট হাউস বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে স্পষ্ট জানান, রাশিয়ার শর্ত মানতে হবে, না হলে ইউক্রেনকে ‘ধ্বংস’ করে দেবে পুতিন। দুই রাষ্ট্রনেতার মধ্যে উত্তপ্ত বাক্য-বিনিময়ে ‘চিৎকার’ ও ‘গালাগালি’ করতে থাকেন ট্রাম্প। ইউক্রেনের সৈন্যদের চলমান প্রতিঅক্রমণ দেখাতে battlefield map তুললে ট্রাম্প তা একদম এড়িয়ে দেন এবং বলেন, পুরো ডনবাস অঞ্চল রাশিয়াকে ছেড়ে দেওয়া উচিত।

ukraine president and donald trump



তবে পরে ট্রাম্প বলেছেন, তিনি বর্তমান যুদ্ধের ফ্রন্টলাইনের ওপর ‘ফ্রিজ’ করার পক্ষে। ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির পর এবার ইউক্রেনে যুদ্ধ থামাতে নতুন কৌশল নিতে উঠে পড়ে লাগেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেন যুক্তরাষ্ট্রের চাপের মুখে অন্য ধরনের শান্তি চুক্তির সামনে পড়েছে।