এই মুহূর্তের বিশাল খবর: গাজাকে সাহায্য করবেন বাইডেন! ঘুরে গেল খেলা!

গাজার সাধারণ মানুষকে সাহায্য করার বার্তা দিলেন জো বাইডেন। 

author-image
Aniket
New Update
joe biden

File Picture




নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবার গাজার সাধারণ মানুষকে সাহায্য করার বার্তা দিয়েছেন। তবে হামাসকে সাহায্য করা যাবে না বলে জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, "গাজার জনগণের খাদ্য, জল, ওষুধ, আশ্রয় প্রয়োজন। আজ, আমি ইসরায়েলি মন্ত্রিসভাকে গাজার বেসামরিক নাগরিকদের জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদানে সম্মত হতে বলেছি এবং সাহায্য বেসামরিকদের কাছে যাওয়া উচিত বলে জানিয়েছি, তবে হামাসের কাছে নয়। ইসরায়েল সম্মত হয়েছে যে মানবিক সহায়তা মিশর থেকে গাজায় সরানো শুরু হতে পারে। হামাস যদি সহায়তা সরিয়ে নেয় বা চুরি করে তবে এটি আবারও প্রমাণ করবে যে ফিলিস্তিনি জনগণের কল্যাণের জন্য তাদের কোন চিন্তা নেই। এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সহায়তা প্রদান করতে সক্ষম হওয়া থেকে বিরত রাখবে"।

hiring 2.jpeg