নিজস্ব সংবাদদাতা: থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ হল ২৯ মার্চ, ২০২৬, জানিয়েছেন এক উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা। শুক্রবার (২৪ অক্টোবর, ২০২৫), প্রধানমন্ত্রী অনুতিণ চারণবিরাকুল যখন দেশের নির্বাচন কমিশনের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন তখন এই ঘোষণা সামনে আসে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/25/screenshot-2025-10-25-020510-2025-10-25-02-05-33.png)