টেক্সাসে হঠাৎ বন্যার ঘটনা, মৃত্যু সংখ্যা পৌঁছালো ২৪

ভয়াবহ পরিস্থিতি।

author-image
Aniket
New Update
GvEIWbTWYAA7sU5

File Picture

নিজস্ব সংবাদদাতা: টেক্সাসের কেন্দ্রীয় অংশে হঠাৎ প্রবল বন্যা আঘাত হেনেছে। গুয়ার্ডালুপ নদীর আশেপাশের এলাকায় মঙ্গলবার রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে ফ্ল্যাশ ফ্লাড সৃষ্টি হয়। এর ফলে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কের কাউন্টি কর্তৃপক্ষ ।