ভিডিওতে দেখলো নিজের ছেলে কবর খুঁড়ছে, তারপর যা ঘটলো তেল আবিবে…

হামাসের ভিডিও প্রকাশ করার পরেই ১০ হাজার ইসরায়েলি তেল আবিবে বিক্ষোভ মিছিল করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
israeli hostage a


নিজস্ব সংবাদদাতা: গাজায় বন্দি থাকা ইসরায়েলি বন্দিদের মুক্তির দাবিতে শনিবার সন্ধ্যায় তেল আবিবের রাজপথে নেমে আসেন হাজার হাজার বিক্ষোভকারী। জনতার তীব্র আবেগ আর কণ্ঠে ছিল একটাই দাবি—"আর নয় অপেক্ষা, ফিরিয়ে আনো আমাদের প্রিয়জনদের!"

এই বিশাল প্রতিবাদ সমাবেশের পেছনে সবচেয়ে বড় প্রভাব ছিল সম্প্রতি হামাস ও প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের প্রকাশিত দুটি হৃদয়বিদারক ভিডিও। ভিডিওগুলোতে বন্দি ইসরায়েলি নাগরিক এভিয়াতার ডেভিড ও রম ব্রাসলাভস্কিকে দেখা যায় ভগ্নদেহে, অবর্ণনীয় দুর্দশায়।

সবচেয়ে মর্মান্তিক ছিল এভিয়াতার ডেভিডের একটি ভিডিও, যেখানে তাকে নিজের কবর খুঁড়তে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, “আমি দিনভর না খেয়ে থাকি, জল পর্যন্ত ঠিকমতো পাই না। প্রতিদিন আমার শরীর আরও দুর্বল হয়ে যাচ্ছে।”

israeli hostage video

ডেভিডের পরিবার এই ভিডিওটি বড় স্ক্রিনে জনসমক্ষে দেখানোর অনুমতি দিলে তেল আবিবের আন্দোলনকারীরা নিঃশব্দে তা দেখেন। হাজারো মানুষ কাঁদেন, ফুঁপিয়ে ওঠেন, কেউ কেউ হতবাক হয়ে যান নিঃশব্দে।

বিক্ষোভে অনেকেই হাতে প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন যেখানে লেখা ছিল—"Leave no one behind" ও "Stop the war"। তাদের দাবি, "আর যুদ্ধ নয়, আমাদের সন্তানদের ঘরে ফেরাও।"

গাজার ভেতরে এখনো জীবিত অন্তত ৪৯ জন ইসরায়েলি জিম্মি রয়েছেন, এদের মধ্যে অনেকেই নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত। এদের জীবনের ঝুঁকি নিয়ে দেশজুড়ে উদ্বেগ-আতঙ্ক বাড়ছে।