/anm-bengali/media/media_files/2025/11/22/tejas-pilot-2025-11-22-13-39-06.png)
নিজস্ব সংবাদদাতা: দুবাই এয়ার শোতে অংশ নেওয়া ভারতের গর্ব তেজস যুদ্ধবিমান শুক্রবার দুপুরে আচমকাই আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ ভাবে ভেঙে পড়ল। তাতে প্রাণ হারালেন ভারতীয় বায়ুসেনার তরুণ ও মেধাবী পাইলট, উইং কম্যান্ডার নমনাশ সিয়াল। ৩০-এর কোঠায় বয়স, অগাধ দক্ষতা, নিষ্ঠা আর দেশের প্রতি অনুগত্য—সব মিলিয়ে বায়ুসেনার তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ছিলেন তিনি। আর সেই মানুষই আন্তর্জাতিক মঞ্চে এক ট্র্যাজিক দুর্ঘটনায় চলে গেলেন চিরবিদায়।
অনলাইনে ছড়িয়ে পড়েছে ঘটনাটির একাধিক ভিডিও। দেখা যাচ্ছে, তেজস আকাশে বামদিকে একটি তীব্র কৌশলগত ঘুরান নিতে গিয়ে আচমকাই নোজডাইভ করে নিচে পড়ে যায়। সেকেন্ডের মধ্যে আগুনের গোলায় পরিণত হয় বিমানের ধ্বংসাবশেষ। প্রত্যক্ষদর্শীরা শিউরে উঠেছেন। যে বিমানের প্রতিটি উড়ানই ছিল ভারতের প্রযুক্তিগত উন্নতির প্রতীক, সেই তেজসেরই এমন ভয়াল পরিণতি কেউ ভাবতে পারেননি।
হিমাচল প্রদেশের কাংড়ার নাগ্রোটা বাগওয়ানের বাসিন্দা ছিলেন উইং কম্যান্ডার সিয়াল। সাইনিক স্কুল সুজনপুর থেকে শুরু হয়েছিল তাঁর উড়ানের স্বপ্ন। পরবর্তীতে IAF–এর শীর্ষ পাইলটদের মধ্যে নিজের দক্ষতায় জায়গা করে নিয়েছিলেন তিনি। তাঁর স্ত্রীও বায়ুসেনার একজন অফিসার। ছয় বছরের ছোট্ট মেয়েকে রেখে শেষ উড়ানে বেরিয়েছিলেন সিয়াল—আজ সেই পরিবার শোকে ভেঙে পড়েছে। বাবা-মা বাকরুদ্ধ, গোটা গ্রাম শোকবিহ্বল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/22/tajas-accident-2025-11-22-13-40-45.png)
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঘটনাটি নিয়ে গভীর শোকপ্রকাশ করেছেন। CDS জেনারেল অনিল চৌহানের বার্তা আরও হৃদয়বিদারক। ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ জানায়, ভারতীয় সশস্ত্র বাহিনীর সব সদস্য এই অপূরণীয় ক্ষতির জন্য গভীরভাবে মর্মাহত এবং শহিদের পরিবারের পাশে দাঁড়িয়েছে।
দুবাই এয়ার শোতে এমন মর্মান্তিক দুর্ঘটনা বিশ্বমঞ্চেও নাড়া দিয়েছে। ভারত শুধু একজন পাইলট নয়, এক অসামান্য প্রতিভা হারাল। যে তেজস ভারতের প্রযুক্তির সাফল্যের সাক্ষর হয়ে বিশ্বমঞ্চে উড়ছিল, সেই তেজসের কালো ধোঁয়া আজ আকাশ জুড়ে রেখে গেল এক অনির্বচনীয় শূন্যতা।
দেশ হারাল তার এক তরুণ যোদ্ধা। আর সেই শোকের ঢেউ ছড়িয়ে পড়ছে নাগ্রোটা থেকে দিল্লি হয়ে গোটা দেশে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us