ইরানের সাইবার অবকাঠামোর ওপর ইসরায়েলের ব্যাপক সাইবার হামলা, দাবি তেহরানের

ইরানের সাইবার অবকাঠামোর ওপর ইসরায়েলের ব্যাপক সাইবার হামলা।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ইরানের সাইবার নিরাপত্তা কমান্ড জানিয়েছে, দেশটির ডিজিটাল অবকাঠামোর ওপর ইসরায়েল "ব্যাপক সাইবার যুদ্ধ" চালাচ্ছে, যার উদ্দেশ্য নাগরিকদের সেবা প্রদানের প্রক্রিয়াকে ব্যাহত করা। এই তথ্য ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি (IRIB) এক প্রতিবেদনে প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের এই সাইবার হামলা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত অনেকগুলো হামলা সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

আইআরআইবি আরও জানায়, "ইসরায়েলের সাইবার হামলার লক্ষ্য ছিল আমাদের ডিজিটাল স্তর ভেদ করে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ঢুকে পড়া, যাতে তারা সামরিক ও সাইবার অপারেশন চালিয়ে যেতে পারে।"

এদিকে, ইরানের রাষ্ট্র-সমর্থিত ফারস (FARS) সংবাদ সংস্থা আলাদাভাবে জানিয়েছে, দেশটির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক সেপাহ (Bank Sepah)–এর কিছু সেবা সাইবার হামলার কারণে বাধাগ্রস্ত হয়েছে।

iran local people

এই হামলার দায়িত্ব স্বীকার করেছে একটি ইসরায়েল-সম্পর্কিত হ্যাকার গোষ্ঠী, যারা দাবি করেছে যে, "তারা ব্যাংক সেপাহ-এর সকল তথ্য সম্পূর্ণভাবে ধ্বংস করেছে।"

ইরান এই সাইবার হামলাকে যুদ্ধের এক নতুন রূপ বলে উল্লেখ করেছে এবং প্রতিরোধে উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা প্রস্তুতির কথা জানিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু আকাশ ও ভূমিতে সীমাবদ্ধ নেই—তা ডিজিটাল পরিসরেও ছড়িয়ে পড়েছে। এতে করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোও বড় ধরনের হুমকির মুখে পড়ছে।

এই সাইবার যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, যেখানে প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়ার চক্রে দুই দেশই ক্রমাগত গভীরতর সংঘাতে জড়িয়ে পড়ছে।