আমেরিকার সাথে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ! শি জিনপিং-ট্রাম্প বৈঠকের আগে বড় মন্তব্য করলেন তাইওয়ানের বিদেশমন্ত্রী

কি মন্তব্য করলেন তাইওয়ানের বিদেশমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
usachina

নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মধ্যে অনুষ্ঠিত হতে চলা উচ্চ পর্যায়ের বৈঠকের ঠিক আগেই, তাইওয়ানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে নিজেদের 'আস্থা'-র কথা পুনর্ব্যক্ত করলেন তাইওয়ানের বিদেশমন্ত্রী লিন চিয়া-লুং (Lin Chia-lung)। তিনি বলেন,''তাইওয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্কের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে, এবং আমাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের যথেষ্ট চ্যানেল রয়েছে।''

দীর্ঘদিন ধরেই স্ব-শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এসেছে চিন। কিন্তু ট্রাম্প ব্যক্তিগতভাবে এবং প্রকাশ্যে এমনটাই ইঙ্গিত দিয়েছেন যে তিনি বিশ্বাস করেন, তাঁর সময়কালে চিন কখনোই তাইওয়ানে আক্রমণ করবে না। ট্রাম্পের এমন মন্তব্যের পর, তাঁর দ্বিতীয় মেয়াদে তাইওয়ানের প্রতিরক্ষা জোরদার করার বিষয়টিকে তিনি কতটা গুরুত্ব দেবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

China

এই হাই ভোল্টেজ বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে,''চীনের তরফ থেকে এই বৈঠকে তাইওয়ানের প্রসঙ্গ উঠবে কিনা সেই বিষয়ে আমি নিশ্চিত নয়।'' তবে এই বৈঠকে যে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করানো যাবে না সেই বিষয়ে আশাবাদী তাইওয়ান। তাই এই বৈঠকটি শুধুমাত্র চীন ও আমেরিকার জন্যই নয় বরং তাইওয়ানের জন্যেও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে।