রাশিয়ার সঙ্গে পূর্ববর্তী সব চুক্তি মেনে চলবে সিরিয়া: প্রেসিডেন্ট আহমেদ আল-শারা

খমেইমিম ও তারতুসে রুশ ঘাঁটি থাকবে নিরাপদ; প্রতিরক্ষা, জ্বালানি ও পরিকাঠামো নিয়ে আলোচনায় বসলেন পুতিন ও শারা।

author-image
Aniket
New Update
G3VD-YIWcAE8rnh

নিজস্ব সংবাদদাতা: সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, সিরিয়া রাশিয়ার সঙ্গে পূর্ববর্তী সমস্ত চুক্তি মেনে চলবে। এর ফলে রাশিয়ার খমেইমিম ও তারতুসের সামরিক ঘাঁটিগুলো আগের মতোই নিরাপদ থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে শারা প্রতিরক্ষা, জ্বালানি ও পরিকাঠামো খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। সিরিয়ার তরফে জানানো হয়েছে, দামাস্কাস এমন নিশ্চয়তা চায় যে মস্কো আসাদের অবশিষ্ট বাহিনীকে পুনরায় অস্ত্র দেওয়ার কোনো প্রচেষ্টা নেবে না।

এছাড়া, সিরিয়া রাশিয়ার কাছ থেকে সেনা পুনর্গঠন, গম সরবরাহ এবং যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ আর্থিক ও কারিগরি সহায়তার প্রত্যাশা করছে বলে সংস্থাগুলি জানিয়েছে।