বিচারের আওতায় আনা হবে সকলকেই ! কাদের নিশানা করলেন সুশীলা কার্কি ?

কি বললেন সুশীলা কার্কি ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : নেপালের সরকার বিরোধী বিক্ষোভের সময়, দেশজুড়ে যারা সহিংসতা ও ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত ছিল, তাদের সকলকেই বিচারের আওতায় আনা হবে, আজ এমনটাই জানালেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি বলেন,''এই ধরনের অগ্নিসংযোগ ও ভাঙচুর একটি অপরাধমূলক কাজ।"

download - 2025-09-10T175927.544
SUSHILA KARKI

এরপর তিনি বলেন,''এই ধরনের কাজ খুবই পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এর পেছনে যারা ছিল, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।''