New Update
/anm-bengali/media/media_files/2025/05/14/Cpqf2zucfsmk3M4JGbfZ.jpg)
নিজস্ব সংবাদদাতা: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও শিরোনামে। মঙ্গলবার তিনি ঘোষণা করলেন, তার বহুল আলোচিত বিশ্বজুড়ে আরোপিত শুল্ক নীতি (Global Tariffs) নিয়ে সুপ্রিম কোর্টের মামলায় জয় পেলে আমেরিকা হবে বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় সবচেয়ে ধনী রাষ্ট্র।
ট্রাম্প বলেন, “যদি আমরা সুপ্রিম কোর্টের এই মামলা জিতি, যা শুল্ক নীতির চূড়ান্ত রূপ হবে, তাহলে আমেরিকা হবে বিশ্বের সবচেয়ে ধনী দেশ। আমাদের হাতে আসবে বিশাল দরকষাকষির ক্ষমতা। আমি শুল্ক ব্যবহার করেই সাতটি যুদ্ধ মেটেছি—তার মধ্যে চারটি সরাসরি শুল্কনীতির কারণে থেমে গেছে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/16/donald-trump-2025-07-16-01-34-35.jpeg)
এই মন্তব্য তিনি করেন যুক্তরাজ্যে সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সামনে। ট্রাম্পের দাবি, আমেরিকার অর্থনীতি ও বৈশ্বিক প্রভাব বাড়ানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো শুল্কনীতি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us