/anm-bengali/media/media_files/2025/03/03/wBlaspfT1wDUCu2LEibi.jpg)
নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার মিসাইল হামলার পরে ফের উত্তপ্ত হল আন্তর্জাতিক মহল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই হামলার তীব্র নিন্দা করে বলেন, "রাশিয়া যেন মানুষের জীবন, আন্তর্জাতিক নিয়ম-কানুন আর অন্য দেশের শান্তির চেষ্টাকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না।"
/anm-bengali/media/media_files/2025/02/19/4HhYHrPpo4pXLJeAamdC.jpg)
ম্যাক্রোঁ আরোও জানিয়েছেন, "এই যুদ্ধ শুরু করেছিল একমাত্র রাশিয়া, আর আজকের হামলা দেখিয়ে দিল – একমাত্র রাশিয়াই এটা চালিয়ে যেতে চাইছে।" তিনি আরও বলেন, "ফ্রান্স তার মিত্রদের সঙ্গে যুদ্ধ থামাতে ও ইউক্রেনের শান্তি নিশ্চিত করতে একসঙ্গে কাজ করছে।"
/anm-bengali/media/media_files/2025/04/13/dQ3bYs8FEYX3HJV6T8x9.webp)
এদিকে ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি প্রধান কায়া ক্যালাস বলেন, "ইউক্রেন যেখানে নিঃশর্তভাবে যুদ্ধ থামাতে রাজি হয়েছে, সেখানে রাশিয়া এরকম আক্রমণ চালিয়ে এক ভয়াবহ বার্তা দিচ্ছে।" ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তাও স্পষ্ট বলেন, "এই যুদ্ধ চলছে শুধু রাশিয়ার জন্য। ওরাই এটাকে টিকিয়ে রেখেছে।"
/anm-bengali/media/media_files/2025/04/13/1000187063-123321.webp)
সম্প্রতি ফ্রান্স ও ব্রিটেন মিলে ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে "coalition of the willing" নামে এক দল তৈরি করেছে, যারা ইউক্রেনকে সাহায্য করছে এবং যুদ্ধ থামাতে একসঙ্গে চেষ্টা করছে। সব মিলিয়ে, আজকের হামলার পর রাশিয়ার ওপর চাপ আরও বাড়ানোর ডাক উঠেছে বিভিন্ন দেশের তরফে। সবাই বলছে, যুদ্ধ থামাতে হলে রাশিয়াকে কড়া বার্তা দিতে হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us