ভারতের মিত্র দেশ রাশিয়ায় জোরালো ভূমিকম্প, মাত্রা ৬ ছাড়ালো

রাশিয়ায় জোরালো ভূমিকম্প হয়েছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
earthquake-165333220-16x9_0

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার দূর প্রাচ্যের কামচাটকা অঞ্চলের উপকূলবর্তী এলাকায় রবিবার ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মান গবেষণা সংস্থা ফর জিওসায়েন্সেস (GFZ)।

Delhi-Earthquake-Timing

ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (প্রায় ৬.২১ মাইল)। প্রাথমিকভাবে GFZ এটি ৬.২ মাত্রার বলে জানালেও পরে তা সংশোধন করে ৬.৬ করা হয়। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা সুনামির সতর্কতা জারি হয়নি বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।