New Update
/anm-bengali/media/media_files/2025/03/03/Q12L135T8GAWPJYT11BH.jpg)
নিজস্ব সংবাদদাতা : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ইউক্রেন-রাশিয়ার মধ্যে প্রথম দফার বন্দি বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হল। আজ ইউক্রেন আর রাশিয়া উভয় পক্ষই একথা স্বীকার করেছে যে, বন্দি বিনিময়ের প্রথম দফায় উভয় পক্ষই ৩৯০ জন করে বন্দি বিনিময় করেছে। এই ৩৯০ জনের মধ্যে উভয় পক্ষই ২৭০ জন করে সৈনিক এবং ১২০ জন করে সাধারণ নাগরিককে মুক্তি দিয়েছে। '১০০০ এর পরিবর্তে ১০০০' মূলত এই শর্তেই এই বন্দি বিনিময় প্রক্রিয়ার প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়েছিল। আর আজ প্রথম দফায় উভয় পক্ষই ৩৯০ জন করে বন্দি বিনিময় করলো।
/anm-bengali/media/media_files/2025/03/15/Vdo93IQrCnIxLFB8TTae.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us