/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার দক্ষিণ সুদান ও উগান্ডা সীমান্তে ব্যাপক সংঘর্ষের ছবি ভেসে উঠলো। মূলত সীমান্ত বিবাদ নিয়েই এই সংঘর্ষের সূত্রপাত। গত সোমবার দক্ষিণ সুদানের কাজো কেজি কাউন্টিতে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ে নিহত হয়েছেন অন্তত ৬ জন। দক্ষিণ সুদানের কর্মকর্তাদের মতে, সোমবার সংঘর্ষে দেশটির পাঁচ সেনা (SSPDF) নিহত হন। উগান্ডার সেনাবাহিনীর মুখপাত্র ফেলিক্স কুলাইগিয়ে জানান,''দক্ষিণ সুদানের সেনারা হঠাৎ করেই উগান্ডার ওয়েস্ট নাইল অঞ্চলে ঢুকে পড়ে। পরে তারা সেখান থেকে সরে যেতে অস্বীকার করলে গুলি চালাতে বাধ্য হই আমরা। এই গুলি বিনিময়ে এক উগান্ডান সেনাও নিহত হন।'' উল্লেখ্য, উগান্ডা বহু দশক ধরে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির-এর অনুগত বাহিনীকে সমর্থন করে এসেছে, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে গৃহযুদ্ধ পর্যন্ত। সীমান্ত এখনও স্পষ্টভাবে নির্ধারিত না হওয়ায় প্রায়শই ছোটখাট সংঘর্ষের সূত্রপাত ঘটে এই অঞ্চলে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/25/thailand-cambodia-war-2025-07-25-22-05-10.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us