BREAKING: দেশে আসবে বিপুল পরিমান অর্থ ! ভারতে তৈরী প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে নামিবিয়া

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : এবার ভারতে তৈরী প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলো নামিবিয়া। আজ এই বিষয়ে নামিবিয়ায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রাহুল শ্রীবাস্তব জানিয়েছেন,''প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম কেনার ব্যাপারে, আগ্রহ প্রকাশ করেছে নামিবিয়া। এ বিষয়ে ভারত একটি লাইন অফ ক্রেডিট (ঋণ সুবিধা) দেওয়ার প্রস্তাবও দিয়েছে নামিবিয়াকে।'' এরপর তিনি আরও জানান,''নামিবিয়া খুব শীঘ্রই আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সে (IBCA) যোগ দেবে বলে আমাদের আশ্বাস দিয়েছে। এছাড়া এই দেশটিতে ম্যালেরিয়ার পরিস্থিতি খারাপ হওয়ায়, ভারত থেকে ম্যালেরিয়া প্রতিরোধক ওষুধ এবং রোগ নির্ণয় কিট পাঠানো হবে খুব শীঘ্রই।''

Brahmos