লাইভ রিপোর্টিং চলাকালীন সাংবাদিকের পায়ে লাগল নিখোঁজ কিশোরীর মৃতদেহ! জলের নিচে যা পেলেন, তা দেখে কেঁপে উঠল গোটা দেশ!

ব্রাজিলে লাইভ রিপোর্টিংয়ের সময় নিখোঁজ কিশোরীর হদিশ পান সাংবাদিক।

author-image
Tamalika Chakraborty
New Update
Brazil


নিজস্ব সংবাদদাতা: ব্রাজিলের বাকাবাল শহরের মেয়ারিম নদীতে একটি হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল সংবাদমাধ্যম। লাইভ সম্প্রচারের সময় সাংবাদিকের পায়ে হঠাৎ লেগে গেল ১৩ বছর বয়সী এক নিখোঁজ কিশোরীর মৃতদেহ! এই ঘটনার ভিডিও এখন ইন্টারনেটে ঝড় তুলেছে।

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের এই শহরে সাংবাদিক লেনিলদো ফ্রাজাও রিপোর্ট করছিলেন এক নিখোঁজ কিশোরীর খোঁজে। ‘রাইসা’ নামের সেই কিশোরী কিছুদিন আগে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়। নদীর ধারে দাঁড়িয়ে ঘটনার বিবরণ দিচ্ছিলেন লেনিলদো, হঠাৎই কোমরজল গভীর জলে দাঁড়িয়ে থাকতে থাকতে আতঙ্কিত হয়ে লাফিয়ে উঠলেন তিনি।

লাইভ ক্যামেরায় ধরা পড়ে সেই ভয়াবহ মুহূর্ত। সাংবাদিক জানান, জলের নিচে কিছু একটা তাঁর পায়ে ছুঁয়ে যায় এবং তাতেই তিনি আঁতকে উঠেন। সঙ্গে সঙ্গে তিনি অগভীর জলে সরে আসেন এবং জানান, “জলের নিচে কিছু একটা আছে... মনে হচ্ছে ওটাই খোঁজ করা দেহ।”

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

পরে জানা যায়, সেটিই ছিল নিখোঁজ কিশোরী রাইসার মৃতদেহ। নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছিলেন উদ্ধারকারীরা, কিন্তু এমন মর্মান্তিকভাবে তাঁর সন্ধান পাওয়া যাবে, তা কেউ কল্পনাও করেননি।

এই ঘটনাটি শুধু সাংবাদিকতার দিক থেকে নয়, মানবিক ও সামাজিক স্তরেও এক গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে। মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ফুটেজ। প্রশ্ন উঠছে, কিশোরীটি কোথায় ছিল এতদিন? কিভাবে ঘটল এই দুর্ঘটনা?

রাইসার পরিবারের শোকের মুহূর্তে গোটা ব্রাজিল নীরব শ্রদ্ধায় মাথা নিচু করেছে। ঘটনা ঘিরে চলছে পুলিশি তদন্ত। আর এই শোকাবহ ঘটনার সাক্ষী হয়ে উঠেছে এক লাইভ রিপোর্টিং মুহূর্ত, যা ইতিহাসে থেকে যাবে ‘অবিস্মরণীয়’ হিসেবে।