New Update
/anm-bengali/media/media_files/JihOSxiygYiwbXXZ5LL4.jpeg)
নিজস্ব সংবাদদাতা: গত কয়েকদিন ধরেই ক্রমাগত আলোচনায় বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গোটা দেশ উত্তপ্ত। ৩০০টি প্রাণ ঝরে গেছে অকালে। ফলে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি।
/anm-bengali/media/media_files/Y5omHzkhfsht0U1AphE2.jpeg)
এই অবস্থায় দেশ ছাড়লেন এবং পদত্যাগ করলেন সেখানকার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বেরিয়ে যেতেই তার সরকারি বাসভবন অর্থাৎ গণভবনের জবরদখল নিল বিক্ষোভকারীরা। ভবনের বেডরুমে ঢুকে পড়েছে তারা। তবে এর পাশাপাশি এক আপত্তিকর ছবি উঠে এসেছে যেখানে দেখা যায় বাংলাদেশের সংসদের ভেতরে বসে সিগারেটের টান দিয়েছে অনেকে। এরা কারা? এরা কি আদৌ বিক্ষোভকারী? উঠছে প্রশ্ন। ছবির সত্যতা যাচাই করেই এএনএম নিউজ।
(ছবি: ফেসবুক)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us