“SIR ১৩ রাজ্যে কার্যকর, তৃণমূল অযথা বিতর্ক তৈরি করছে”— সুকান্ত মজুমদার

বিজেপি নেতার দাবি, ‘SIR’ নির্বাচন কমিশনের উদ্যোগ, বৈধ নাগরিকদের নামই থাকবে তালিকায়।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-09 10.39.03 AM

নিজস্ব সংবাদদাতা: ‘SIR’ ইস্যুতে চলমান বিতর্কের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার বলেন, এই ব্যবস্থা কোনো রাজনৈতিক দলের নয়, বরং ভারতের নির্বাচন কমিশনের উদ্যোগে পরিচালিত একটি সরকারি প্রক্রিয়া।

তিনি জানান, “SIR ইতিমধ্যেই ১৩টি রাজ্যে কার্যকর হয়েছে। যদি এটি সত্যিই পশ্চিমবঙ্গের মানুষের অসুবিধা ঘটায়, তাহলে অন্য রাজ্যেও সমস্যা দেখা যেত। কিন্তু তারা অভিযোগ করছে না, কারণ এই প্রক্রিয়া বহুবার সফলভাবে সম্পন্ন হয়েছে।”

তৃণমূল কংগ্রেসের সমালোচনায় সুকান্ত বলেন, “TMC ইচ্ছাকৃতভাবে এক নতুন গল্প তৈরি করছে যাতে এই প্রক্রিয়াকে থামানো যায়। যদি তাদের কোনো আপত্তি থাকে, তারা আদালত বা নির্বাচন কমিশনের কাছে যেতে পারে।”

তিনি আরও বলেন, “ভারতের বৈধ নাগরিকদের নাম অবশ্যই SIR তালিকায় থাকতে হবে, আর যারা ভারতের নাগরিক নন, তাদের নাম বাদ দিতে হবে। তবে পশ্চিমবঙ্গ একটি বিশেষ রাজ্য হওয়ায় শরণার্থীদের জন্য বিশেষ বিধান থাকা উচিত।”