নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্বই। যে মাটি মিষ্টতা বহন করে চলে তার পরিণতি এরকম কী করে হতে পারে, এই বিষয়টিই ভাবাচ্ছে সকলকে। তাই শুধু ভারত যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মহম্মদ ইউনূসকে বার্তা দিচ্ছে তেমনটা নয়, বার্তা আসছে বিশ্বের দরবার থেকেও। শান্তি-তে নোবেল পাওয়া মহম্মদ ইউনূস যে, দেশের শান্তি ফেরাতে একেবারেই ব্যর্থ তা মনে করিয়ে দিচ্ছে গোটা বিশ্বই।
আফ্রিকান-আমেরিকান অভিনেত্রী এবং গায়িকা মেরি মিলবেন এই প্রসঙ্গেই এদিন টুইট করে বলেছেন, “চিন্ময় কৃষ্ণ দাসের কারাদণ্ড এবং বাংলাদেশে চরমপন্থীদের দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত হামলার বিষয়ে এখনই বিশ্ব নেতাদের সুরাহা করতে হবে। আমাদের অবশ্যই ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে হবে, এবং সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশ্বব্যাপী বিশ্বাস পুনরায় স্থাপন করাতে হবে”।