রায় ঘোষণা হতেই প্রথম প্রতিক্রিয়া দিলেন শেখ হাসিনা, দিলেন চরম হুঁশিয়ারি

এই রায় আদালতের শংসাপত্র ভঙ্গ করছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sheikh hasina hjk.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যালের মৃত্যুদণ্ড রায়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার তিনি এক বিবৃতিতে দাবি করেছেন, ট্রাইব্যুন্যালের রায় “পক্ষপাতদুষ্ট” ও “রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত”। তার মতে, এই রায় আদালতের শংসাপত্র ভঙ্গ করছে এবং “বিচারের নামে একটি প্রহসন” চলছে।

ট্রাইব্যুন্যালের রায়ে শেখ হাসিনাসহ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফাঁসির সাজা এবং প্রাক্তন পুলিশ কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু হাসিনা বলছেন, এই সিদ্ধান্ত আগে থেকেই নির্ধারিত ছিল। তিনি বলেন, “ইউনূস সরকার তাদের ব্যর্থতা ঢাকতে দেশের বিচার বিভাগকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা এই ট্রাইব্যুন্যাল ব্যবহার করে রাজনৈতিক অ্যাজেন্ডা এগিয়ে নিয়ে যাচ্ছে”।

hasinaflew

আওয়ামী লীগ নেতার দাবি, ট্রাইব্যুন্যালের আইনগত ভিত্তি দুর্বল, এবং এমন একটি “নামমাত্র আন্তর্জাতিক আদালত” ব্যবহার করা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষ দমন করার জন্য। তিনি আরও বলেন, “সাহস থাকলে তাদের উচিত আমার বিরুদ্ধে আসল আন্তর্জাতিক বিচারিক ফোরাম, যেমন আইসিসি-তে যাওয়া। কিন্তু তারা জানে, আমি সেখানে সঠিকভাবে রক্ষা পাব”।

এই প্রতিক্রিয়া দেশব্যাপী রাজনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে তুলেছে। আগামীতেও কি আইনগত সাংঘর্ষিকতা চলার সম্ভাবনা রয়েছে — তা এখন পক্ষ–বিপক্ষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।