নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শনিবার থেকে চীনে ছয় দিনের সফরে গেছেন। এই সফরে তিনি অংশ নেবেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO)-এর রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে, যা চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ আরও বহু দেশের শীর্ষ নেতা উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রী মোদী বর্তমানে জাপানে দু’দিনের সফরে রয়েছেন। রবিবার তিনি তিয়ানজিনে পৌঁছবেন এবং SCO শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এই সফর হচ্ছে এমন সময়ে, যখন কিছুদিন আগেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফর শেষ করেছেন। ফলে এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল।
চীনে অবস্থানকালে শাহবাজ শরিফ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ইসলামাবাদ জানিয়েছে, এই বৈঠকের মূল লক্ষ্য পাকিস্তান-চীন সম্পর্ককে আরও গভীর করা, যাকে তারা “অল ওয়েদার স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ” নামে অভিহিত করে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/27/shebaz-and-zjnping-2025-06-27-08-36-53.jpg)
শরিফ শুধু রাজনৈতিক বৈঠকই করবেন না, চীনের ব্যবসায়ী মহলের সঙ্গেও বৈঠক করবেন। তার উদ্দেশ্য হচ্ছে পাকিস্তান ও চীনের মধ্যে বাণিজ্য, অর্থনীতি এবং বিনিয়োগের সম্পর্ক আরও সম্প্রসারণ করা।
নিজের সফরের কথা সামাজিক মাধ্যম X-এ জানিয়ে শাহবাজ শরিফ লিখেছেন—“ঐতিহাসিক সফরে চীনের পথে রওনা দিলাম! তিয়ানজিনে SCO কাউন্সিল অব হেডস অফ স্টেট মিটিংয়ে যোগ দেব এবং বেইজিং-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদবিরোধী বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপনে উপস্থিত থাকব। আশা করছি প্রেসিডেন্ট শি জিনপিং এবং অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করে পাকিস্তান-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারব। একইসঙ্গে আঞ্চলিক সহযোগিতা, বহুপাক্ষিক সম্পর্ক, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করতে চাই।”
এই সফরে মোদী ও শরিফ একই আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত থাকায় কূটনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। অনেকের মতে, এই সফর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অধ্যায় যোগ করতে পারে।
Departing on a historic visit to China! Will participate in the SCO Council of Heads of State Meeting in Tianjin and attend the 80th anniversary of the victory over Fascism in WWII in Beijing. I look forward to meeting H.E. President Xi Jinping and other world leaders to further… pic.twitter.com/lCD5ewH2pE
— Shehbaz Sharif (@CMShehbaz) August 30, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us