নকল করতে হলেও বুদ্ধি লাগে, মোদিকে নকল করতে গিয়ে বিশ্বমঞ্চে হাসির পাত্র শাহবাজ শরিফ

মোদিকে নকল করতে গিয়ে বিশ্বমঞ্চে হাসির পাত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

author-image
Tamalika Chakraborty
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনার পারদ যখন চরমে, তখন এক অদ্ভুত প্রবণতা লক্ষ করা যাচ্ছে, ‘অনুকরণের রাজনীতি’। জম্মু-কাশ্মীরের পাহেলগাঁও-এ বর্বর জঙ্গি হামলার জবাবে ভারতের "অপারেশন সিঁদুর" নামক কঠোর সামরিক পাল্টা-আক্রমণের পর, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যেন একের পর এক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদাঙ্ক অনুসরণ করতে চাইছেন,ন্তু অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছেন।

এই পরিস্থিতিতে একটি প্রবাদ “নকল করার জন্যও বুদ্ধি লাগে” অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু ছবি ও ভিডিও, যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানি প্রধানমন্ত্রী সেনাদের সঙ্গে সাক্ষাৎ করছেন, রা নাকি পাকিস্তানের তথাকথিত সামরিক জবাবদিহিতায় অংশ নিয়েছেন। কিন্তু এসব দৃশ্যের সঙ্গে অবাক করা মিল রয়েছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আদমপুর এয়ার বেস সফরের, যেখানে তিনি “অপারেশন সিঁদুর” সফলভাবে পরিচালনার পর ভারতীয় সেনাদের মনোবল বাড়াতে উপস্থিত হয়েছিলেন।

pakistan pm  s

তবে কেবল এখানেই থেমে থাকেননি শরিফ। জনসাধারণের উদ্দেশে ভাষণ হোক বা কূটনৈতিক কার্যকলাপ—প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানি প্রশাসন যেন ভারতের পদক্ষেপগুলোকেই ছায়ার মতো অনুসরণ করছে। বিশ্লেষকদের মতে, এটি মূলত আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সম্মান বজায় রাখার একটি ব্যর্থ প্রচেষ্টা, যেখানে ‘অনুকরণ’ ছাড়া আর কিছু নেই।

এই নকলের রাজনীতি যেমন কূটনৈতিকভাবে প্রশ্নের মুখে ফেলছে পাকিস্তানকে, তেমনই এটি আন্তর্জাতিক অঙ্গনেও হাস্যকর পরিস্থিতি তৈরি করছে।