/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হলো একটি গির্জা। রবিবার সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হঠাৎ গুলি চালাতে শুরু করলে একাধিক মানুষ আহত হন। ঘটনাস্থলেই গির্জায় আগুন ধরে যায় এবং কিছুক্ষণের মধ্যেই ভবনের ছাদ ধসে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গ্র্যান্ড ব্ল্যাঙ্ক এলাকার ম্যাকক্যান্ডলিশ রোডে অবস্থিত Church of Jesus Christ of Latter-day Saints–এ সকাল ১১টার আগেই এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বন্দুকবাজকে গুলি করে হত্যা করে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/28/gunman-attack-2025-09-28-21-44-56.png)
পুলিশ ১১টা ২৫ মিনিটে ঘোষণা দেয় যে বন্দুকবাজ “নিয়ন্ত্রণে” এসেছে এবং সাধারণ মানুষের আর কোনো বিপদের আশঙ্কা নেই। তবে চার্চ তখনও জ্বলছিল এবং সবাইকে এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়।
পুলিশ এক বিবৃতিতে জানায়, “ম্যাকক্যান্ডলিশ রোডের ল্যাটার ডে সেইন্টস চার্চে সক্রিয় বন্দুকবাজ ছিল। একাধিক মানুষ আহত হয়েছেন। বন্দুকবাজ নিহত হয়েছে। জনগণের জন্য আর কোনো হুমকি নেই। তবে চার্চ এখনও জ্বলছে। ঘটনাস্থলে যারা আছেন, তাদের জন্য উত্তর দিকের প্যাভিলিয়নকে পুনর্মিলন কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us