New Update
/anm-bengali/media/media_files/UwA35iCF90XNh28mQIgD.jpg)
নিজস্ব সংবাদদাতা: সেনাপ্রধানের আশ্বাস কাজে আসছে না। বাংলাদেশ জ্বলছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, আওয়ামী লিগের নেতা-কর্মীরা এমনকী বিদেশিরাও হামলায় শিকার হচ্ছেন। যশোরে আওয়ামী লিগ নেতার হোটেলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। জীবন্ত দগ্ধ হয়ে একাধিক বিদেশি সহ ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us